ক্রীড়া প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালার অংশহিসেবে চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অংশগ্রহণে জাতীয় খেলা হিসেবে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ আজ বুধবার সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

চেম্বার সদস্যভূক্ত চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন থেকে ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী বৃহস্পতিবার বিকেল  সাড়ে  ৩ টায়  সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ দিন সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতারের শিল্পীসহ দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরে অবস্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’ এর উপর এক হাজার শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, বিদ্যুৎ বিভাগ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন এর কার্যালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিআরবি পুলিশ ফাঁড়ি, সংশ্লিষ্ট ব্যবসায়ী এসোসিয়েশন ও চেম্বারের সকল সদস্যদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার আহবান জানান।

ক্রীড়া প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে চিটাগাং চেম্বারের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালার অংশহিসেবে চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অংশগ্রহণে জাতীয় খেলা হিসেবে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ আজ বুধবার সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত হবে। আজ মঙ্গলবার (২৮ ডিসেম্বর) এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

চেম্বার সদস্যভূক্ত চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন থেকে ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। আগামী বৃহস্পতিবার বিকেল  সাড়ে  ৩ টায়  সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার  সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এ দিন সন্ধ্যায় স্বাধীন বাংলা বেতারের শিল্পীসহ দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরে অবস্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’ এর উপর এক হাজার শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এই উদ্যোগকে সাফল্যমন্ডিত করার ক্ষেত্রে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল, বিদ্যুৎ বিভাগ, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী, ফায়ার সার্ভিস, সিভিল সার্জন এর কার্যালয়, সিটি কর্পোরেশন, ওয়াসা, সিআরবি পুলিশ ফাঁড়ি, সংশ্লিষ্ট ব্যবসায়ী এসোসিয়েশন ও চেম্বারের সকল সদস্যদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতার আহবান জানান।