নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে নির্বাচন পরবর্তী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বি দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত ২৭ ডিসেম্বর সোমবার বেলা সোয়া ১টায় সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের ১৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা গ্রামে হাজি পাড়ায় এ ঘটনা ঘটেছে। চুনতি ইউপি নির্বাচনে উক্ত ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী জানে আলম ও পরাজিত জাহাঙ্গীর আলমের সমর্থকরা এ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনার ব্যাপারে লোহাগাড়া থানায় পরস্পর বিরোধী পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। মামলায় মেম্বার পদে নির্বাচিত জানে আলম ও অপর প্রার্থী পরাজিত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
পৃথক দুই মামলায় একটির বাদী মেম্বার পদে নির্বাচিত জানে আলমের স্ত্রী রুজিনা আক্তার (৪০)। এই মামলায় মেম্বার পদে প্রতিদ্বন্দি পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ১৪জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে আরও ১০/১৫জন। অপর মামলার বাদী মেম্বার পদে পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সুলতানা জুলি (২২)। এই মামলায় মেম্বার পদে নির্বাচিত জানে আলম ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৩২জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে। দুই মামলায় সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারূপ করা হয়েছে।
সর্বশেষ সংবাদ
নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়নে নির্বাচন পরবর্তী মেম্বার পদে প্রতিদ্বন্দ্বি দু’প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। গত ২৭ ডিসেম্বর সোমবার বেলা সোয়া ১টায় সংঘটিত এ ঘটনায় উভয় পক্ষের ১৭ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পানত্রিশা গ্রামে হাজি পাড়ায় এ ঘটনা ঘটেছে। চুনতি ইউপি নির্বাচনে উক্ত ওয়ার্ডে মেম্বার পদে বিজয়ী জানে আলম ও পরাজিত জাহাঙ্গীর আলমের সমর্থকরা এ সংঘর্ষে লিপ্ত হয়। এ ঘটনার ব্যাপারে লোহাগাড়া থানায় পরস্পর বিরোধী পৃথক দু’টি মামলা রুজু করা হয়েছে। মামলায় মেম্বার পদে নির্বাচিত জানে আলম ও অপর প্রার্থী পরাজিত জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
পৃথক দুই মামলায় একটির বাদী মেম্বার পদে নির্বাচিত জানে আলমের স্ত্রী রুজিনা আক্তার (৪০)। এই মামলায় মেম্বার পদে প্রতিদ্বন্দি পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমসহ ১৪জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে। অজ্ঞাতনামা রয়েছে আরও ১০/১৫জন। অপর মামলার বাদী মেম্বার পদে পরাজিত প্রার্থী জাহাঙ্গীর আলমের স্ত্রী তানজিনা সুলতানা জুলি (২২)। এই মামলায় মেম্বার পদে নির্বাচিত জানে আলম ও চুনতি ইউপির সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৩২জনকে এজাহারভুক্ত আসামী করা হয়েছে। দুই মামলায় সংঘর্ষের জন্য পরস্পরকে দোষারূপ করা হয়েছে।