নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানমালার অংশহিসেবে চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অংশগ্রহণে জাতীয় খেলা হিসেবে ‘চিটাগাং চেম্বার কাপ কাবাডি ২০২১’ আগামী ২৯-৩০ ডিসেম্বর ২০২১ ইং সিআরবি শিরিষ তলায় অনুষ্ঠিত হবে।
চেম্বার সদস্যভূক্ত চট্টগ্রাম মহানগরে অবস্থিত বিভিন্ন মার্কেট এসোসিয়েশন থেকে ৮টি দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী মার্কেট এসোসিয়েশন’র নাম- গ্রুপ-এ,খাতুনগঞ্জ ট্রেড এন্ড ইন্ডাষ্ট্্িরজ এসোসিয়েশন, তামাকুমন্ডি লেইন বণিক সমিতি, চট্টগ্রাম মেট্রোপলিটন শপ ওনার্স এসোসিয়েশন, বে-শপিং সেন্টার ব্যবসায়ী সমিতি ও গ্রুপ-বি’তে খেলবে টেরী বাজার ব্যবসায়ী সমিতি, মতি টাওয়ার দোকান ও ব্যবসায়ী কল্যাণ সমিতি, জুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশন, আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা (শেখ মুজিব রোড)।
একই গ্রুপের প্রত্যেকটি দল একে অপরের মুখোমুখী হবে। উভয় গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনাল খেলবে।
চ্যাম্পিয়ন দলকে এক লক্ষ টাকা প্রাইজ মানি ও ট্রফি, রানার আপ দলকে পঁচাত্তর হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফি, সুশৃংখল দলকে পঁচিশ হাজার টাকা প্রাইজ মানি ও ট্রফিসহ ম্যান অব দ্যা ফাইনাল ও ম্যান অব দ্যা টুর্নামেন্টকে পুরস্কৃত করা হবে।
২৯ ডিসেম্বর বুধবার বিকেল ৩.০০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম-১১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম. এ. লতিফ প্রধান অতিথি এবং চট্টগ্রাম জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মমিনুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
খেলার মাঠে সার্বক্ষণিক একজন চিকিৎসক উপস্থিত থাকবেন।
সার্বিক আইন-শৃংখলা রক্ষায় অনুষ্ঠান প্রাঙ্গন ও সংশ্লিষ্ট এলাকায় সার্বক্ষণিকভাবে আইন-শৃংখলা রক্ষা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবেন।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৩.৩০ টায় সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
৩০ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৫.০০ টায় স্বাধীন বাংলা বেতারের শিল্পীসহ দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এছাড়া মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মহানগরে অবস্থিত কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাবনা’ এর উপর এক হাজার শব্দের রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।