নিজস্ব প্রতিবেদক: পতিতাবৃত্তির দায়ে কক্সবাজারে আটক ২১। কক্সবাজার শহরের লালদীঘিপাড়ের হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা সেবনের সরঞ্জাম ও যৌন উত্তেজক ওষুধসহ দুই বস্তা কনডম উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার তাদের কোর্টে চালান দিবে বলে থানা সুত্রে জানা গেছে। সোমবার (২৭ ডিসেম্বর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
স্থানীয় এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ অভিযান চালায়। লালদিঘীর পাড় এলাকার মৃত সৈয়দ নুরের ছেলে রমজান আলী সিকদারের মালিকানাধীন হোটেল পাঁচতারা ও মৃত আহসান উল্লাহর ছেলে শহর আলীর মালিকানাধীন আহসান বোর্ডিংয়ে প্রতিনিয়ত অসামাজিক কার্যকলাপ চলে আসছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সেলিম উদ্দিন গণমাধ্যমকে জানান, শহরের লালদীঘি পাড়ের হোটেলগুলোতে অসামাজিক কার্যকলাপ চলছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। হোটেল পাঁচতারা ও আহসান বোর্ডিংয়ে অভিযান চালিয়ে ১৪ খদ্দের ও ৭ দেহ ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পতিতাবৃত্তির দায়ে এসব হোটেলের মালিকদেরও আইনের আওতায় আনা হবে।