নিজস্ব প্রতিবেদক: বায়তুশ শরফ মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব আন্তর্জাতিকখ্যাতি সম্পন্ন মুফাস্সির আল্লামা মামুনুর রশীদ নূরী বলেছেন, পৃথিবীতে দু’টি বিধান আছে। একটা আল্লাহর বিধান, অপরটা তাগুতী বিধান। আল্লাহর বিধান অবতীর্ণ হওয়ার পর মানবরচিত বিধানে শান্তির আশা করা খোদাদ্রোহীতার শামিল। একমাত্র কুরআনী বিধানেই রয়েছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সকল সমস্যার সমাধান।
মাওলানা নুরী সোমবার(২৭ ডিসেম্বর) পতেঙ্গাস্থ নাজির পাড়া মাওলানা মুফতি শুয়াইব নকীবের বার্ষিক সালানা জলসায় প্রধান বক্তার বক্তব্যে এ কথা বলে।
পটিয়া জমেয়া ইসলামিয়ার মুহাদ্দিস পীরে কামেল শাহ মাওলানা মুফতি শামছুদ্দিন জিয়ার হিদায়তী উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অুনষ্ঠিত জলসায় প্রধান বক্তা আরো, বলেন আল কুরআন হচ্ছে ইসলামী শরীআর উৎস এবং পৃথিবীর সকল মানবগোষ্ঠী এই কুরআন দ্বারা শসিত হবে। এটাই অনির্বার্য শিক্ষা। মাওলানা নুরী বলেন, আল কুরআন হচ্ছে পৃথিবীর সবচেয়ে পাঠকৃত গ্রন্থ ও সংবিধান। যেটা সমগ্র মানব জাতির মুক্তির সনদ, আর পথহারা মানুষদের একমাত্র হিদায়ত।
দু’ই অধিবেশনে বিভক্ত হয়ে অনুষ্ঠিত সালানা জলসায় সভাপতিত্ব করেন মাওলানা হারুন আজিজী ও হযরত আলী মোল্লা। প্রধান বক্তা আরো বলেন, যুগে যুগে দ্বীনের দুশমনেরা কুরআনী শাসন ব্যবস্থার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিলে। কিন্তু কোন ষড়যন্ত্রকারীরা শেষ পর্যন্ত ঠিকে থাকতে পারেনি, ভবিষ্যতেও পারবে না। তাই প্রতিটি মুসলমাদের কুরআনের সাথে সম্পর্ক স্থাপন ও শিক্ষাকে পরিপূর্ণ ভাবে গ্রহণ, বাস্তবায়ন কুরআনের অনিবার্য দাবী।
মাদ্রাসার পরিচালক মাওলানা মুফতি শুয়াইব নকীবের স্বাগত বক্তব্যে অন্যান্যদের মধ্যে তকরির করেন মোজাহের উলুম মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা ক্বারী মুহাম্মদ নুরুল্লাহ, মদিনাতুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আমিনুর রাসুল, খতিব মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, মুফতি মাওলানা ইজহারুল ইসলাম ও মাওলানা শামিম প্রমুখ।