নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার(২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির সংলাপে যাবে ওয়ার্কাস পার্টি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে সংলাপে অংশ নিবে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ।

মঙ্গলবার ২৮ (ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে এই সংলাপ অুনষ্ঠিত হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে।
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান এবং কমরেড নজরুল ইসলাম হক্কানী।

নিজস্ব প্রতিবেদক: আগামী মঙ্গলবার(২৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির সংলাপে যাবে ওয়ার্কাস পার্টি।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে নতুন নির্বাচন কমিশন গঠনের লক্ষে সংলাপে অংশ নিবে বাংলাদেশের ওয়ার্কাস পার্টি ।

মঙ্গলবার ২৮ (ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে এই সংলাপ অুনষ্ঠিত হবে।

সোমবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশের ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ওয়ার্কাস পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল এই সংলাপে অংশ নেবে।
সংলাপে অংশগ্রহণকারী প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান এবং কমরেড নজরুল ইসলাম হক্কানী।