নিজস্ব প্রতিবেদক: তরিকত ফেডারেশন ও খেলাফত মজলিস ২ রাজনৈতিক দলে সাথে রাষ্ট্রপতির সংলাপ হবে আজ। নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংলাপ চলছে।
সোমবার (২৭ ডিসেম্বর) রাষ্ট্রপতি ভবনে এই সঙ্গে সংলাপে বসবে।
রাষ্ট্রপতি ভবন সুত্রে জানা গেছে, আজ বিকেল ৪টায় তরিকত ফেডারেশন এবং সন্ধ্যা ৬টায় খেলাফত মজলিসের সঙ্গে বঙ্গভবনে এ সংলাপ হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ তরীকত ফেডারেশন থেকে উপস্থিত থাকনে সৈয়দ নজিবুল বাশার মাইজভান্ডারী এম.পি-চেয়ারম্যান, ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী- মহাসচিব, আলহাজ্ব সৈযদ হাবিবুল বশর মাউজভান্ডারী-সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, আলহাজ্ব সৈয়দ কামাল নুরী আল-সুরেশ্বরী-সিনিয়র প্রেসিডিয়াম সদস্য, ডা. সৈয়দ আবু-দাউদ মসনবী হায়দার-ভাইস-চেয়ারম্যান, সৈয়দ তৈয়বুল বশর-যুগ্ম মহাসচিব, আলহাজ্ব মুহাম্মদ আলী ফারুকী- যুগ্ম মহাসচিব ও মুখপাত্র ।
এর আগে রাষ্ট্রপতি আবদুল হামিদ একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন।
উল্লেখ্য, আগামী ১৪ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ ৫ সদস্যের নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। রাষ্ট্রপতি এর আগে আগামী ২০ জানুয়ারির মধ্যে নতুন সার্চ কমিটি গঠন করবেন।