নিজস্ব প্রতিবেদক: কােভিড-১৯ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ছয় শতাংশ। আবার শনাক্তদের মধ্যে একজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৭৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩২ জনে।

নিজস্ব প্রতিবেদক: কােভিড-১৯ চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন সাতজন।

সোমবার (২৭ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ১৪৯ জনের নমুনা পরীক্ষায় সাতজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হন। পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ছয় শতাংশ। আবার শনাক্তদের মধ্যে একজন নগরের ও ছয়জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে একজন, অ্যান্টিজেন টেস্টে তিনজন, শেভরন হাসপাতাল ল্যাবে একজন, ইপিক হেলথকেয়ার ল্যাবে একজন ও মেট্রোপলিটন হাসপাতাল ল্যাবে একজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৫৭৩ জনে এবং মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৩২ জনে।