নিজস্ব প্রতিবেদক: ঢাকার গাজীপুর থেকে অপহৃত শিশু মোছাম্মৎ শামছুন নাহারকে (১২) ইপিজেড থানা এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় তিন অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার শিশু শামছুন নাহার গাইবান্ধা জেলার সদর থানার দক্ষিণ গিদারীর মো. শামসুল হকের মেয়ে। গ্রেফতার ৩ অপহরণকারী হলেন- নরসিংদী জেলার রায়পুরা থানার পূবেরচর এলাকার মো. বুলবুল মিয়ার ছেলে শাহ পরান (১৯), রাজবাড়ি জেলার মো. জয়নাল আবেদীনের ছেলে মো. রাহাত হোসেন (২৩) ও কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার সোলেমানপুরের আরিছা মিয়ার মিয়া সুমা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল জানান, গত ১৩ ডিসেম্বর শিশু শামছুন নাহার ঢাকার গাজীপুর থানার পশ্চিম দিঘিরচালার বাসন এলাকার বাসা থেকে খাতা-কলম কেনার জন্য বের হলে কিছু ব্যক্তি তাকে অপহরণ করে। এ ঘটনায় তার পিতা শামসুল হক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় র্যাব ছায়া তদন্ত শুরু করে। গোপন খবরের ভিত্তিতে জানতে পারি অপহরণকারীরা ইপিজেড থানার খান সুফিয়া ম্যানশন কাস্টমস বিল্ডিংয়ে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অপহৃত শিশু শামছুন নাহারকে উদ্ধার করে। এ সময় তিন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়। উদ্ধার শিশু ও গ্রেফতারকৃতদের গাজীপুরের বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।