নিজস্ব প্রতিবেদক : সীতাকুন্ডের শীতলপুর এলাকায় যমুনা শিপইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। দগ্ধ দুই শ্রমিকের নাম হলো, সোহেল রানা ও জাহিদ হাসান। আহত শ্রমিকেরা হলো- ফিরোজ ও মিজানুর রহমান। তাদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ‘সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা করে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম। তবে পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, ‘সকালে শিপইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। অন্য দুজন লাফিয়ে পড়ে হাতে এবং কোমরে আঘাত পেয়েছেন বলে জানা যায়।

নিজস্ব প্রতিবেদক : সীতাকুন্ডের শীতলপুর এলাকায় যমুনা শিপইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে দুজন শ্রমিক দগ্ধ হয়েছেন। আগুন থেকে বাঁচতে লাফিয়ে পড়ে আহত হয়েছেন আরও দুজন শ্রমিক। দগ্ধ দুই শ্রমিকের নাম হলো, সোহেল রানা ও জাহিদ হাসান। আহত শ্রমিকেরা হলো- ফিরোজ ও মিজানুর রহমান। তাদের চারজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার শীতলপুরে অবস্থিত কারখানায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, ‘সকাল সাড়ে ৯টার দিকে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ঘটনাস্থলে রওনা করে কুমিরা ফায়ার স্টেশনের একটি টিম। তবে পথিমধ্যে আগুন নিভে যাওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ফিরে যান।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, ‘সকালে শিপইয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনায় চারজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে দুজন দগ্ধ হয়েছেন। অন্য দুজন লাফিয়ে পড়ে হাতে এবং কোমরে আঘাত পেয়েছেন বলে জানা যায়।