নিজস্ব প্রতিবেদক : চমেক হাসপাতালের মর্গে পরিচয় বিহীন শ্রমিকের লাশ । এ বিষয়ে নগরের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) ও চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সুত্রে জানা গেছে, আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
উল্লেখ্য যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সীতাকুন্ডে থেকে আনা আনুমানিক ৩২ বছর বয়সী এক শ্রমিকের মরদেহের পরিচয় পাওয়া যাচ্ছে না। শুক্রবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ৯টার দিকে তাকে হাসপাতালে আনা হয়।
চমেক ফাঁড়ি পুলিশ জানায়, শুক্রবার রাতে সীতাকুন্ডের ছরারকুল এলাকা থেকে দুই ব্যক্তি মিলে এক শ্রমিককে হাসপাতালে আনেন। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দুই শ্রমিক পুলিশকে জানান, মৃত ওই শ্রমিক সীতাকুণ্ডের একটি শিপইয়ার্ডে কাজ করতেন। তবে তার বিস্তারিত পরিচয় তারা জানেন না। শুক্রবার সন্ধ্যায় একটি দোকানে চা খাওয়ার সময় ওই শ্রমিক হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যান। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে আনা হয়।