নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ অভিযানে নগরীর বায়েজীদ থানার লিংক রোডের আরেফিন নগর ছিন্নমুল এলাকা থেকে অবৈধ বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ পরিবহনের সময় ট্রাক নং-চট্টমেট্রো ড-১১-০১৪০ মুল্যবান সেগুন কাঠসহ ট্রাকটি আটক করা হয়। আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১ টায় বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী দিক নির্দেশনা মোতাবেক সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে শহর রেঞ্জের চৌকস টহল টিমসহ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতীর অবৈধ গোল কাঠ বোঝাই ট্রাকটি আটক করেন ।
আটককৃত অবৈধ কাঠের কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় ও যথারীতি পরবর্তী আইনী পক্রিয়াধীন।
সূত্রে জানা গেছে, কাপ্তাই, রাঙ্গামাটি ও কক্সবাজার পাহাড়ী এলেকার কাঠ প্রতিনিয়ত কাঠ পাচারকারীরা বন বিভাগের পারমিট বিহীন সড়ক পথে পাচার করছে বন বিভাগের পরোক্ষ সহায়তায়। মাঝে মধ্যে যে সমস্ত পাচারকারীদের সাথে উৎকোচ লেনদেনের বনিবনা না হয় সে গুলো তারা প্রশাসনের সুদৃষ্টি নজরের জন্য জব্দ করা হয়। শহর রেঞ্জের আওতাধীন বলীর হাট, ফিরিঙ্গী বাজার চেয়ারম্যানঘাট স মিলগুলোতে হাজার হাজার সিএফটি  কাগজ পত্র বিহীন অবৈধ মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির লট আকারে প্রকাশ্যে বিক্রী করছে। এখানে রহস্যজনক কারণে কোন সময় অভিযান ও পরিচালিত হয়নি।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিশেষ অভিযানে নগরীর বায়েজীদ থানার লিংক রোডের আরেফিন নগর ছিন্নমুল এলাকা থেকে অবৈধ বিভিন্ন প্রজাতির অবৈধ কাঠ পরিবহনের সময় ট্রাক নং-চট্টমেট্রো ড-১১-০১৪০ মুল্যবান সেগুন কাঠসহ ট্রাকটি আটক করা হয়। আজ শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১ টায় বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী দিক নির্দেশনা মোতাবেক সহযোগী রেঞ্জ কর্মকর্তা মোঃ খায়রুল আলম এর নেতৃত্বে শহর রেঞ্জের চৌকস টহল টিমসহ অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতীর অবৈধ গোল কাঠ বোঝাই ট্রাকটি আটক করেন ।
আটককৃত অবৈধ কাঠের কোন বৈধ কাগজ পত্র না পাওয়ায় জব্দ করা হয় এবং জব্দকৃত মালামাল কালুরঘাট ডিপো হেফাজতে রাখা হয় ও যথারীতি পরবর্তী আইনী পক্রিয়াধীন।
সূত্রে জানা গেছে, কাপ্তাই, রাঙ্গামাটি ও কক্সবাজার পাহাড়ী এলেকার কাঠ প্রতিনিয়ত কাঠ পাচারকারীরা বন বিভাগের পারমিট বিহীন সড়ক পথে পাচার করছে বন বিভাগের পরোক্ষ সহায়তায়। মাঝে মধ্যে যে সমস্ত পাচারকারীদের সাথে উৎকোচ লেনদেনের বনিবনা না হয় সে গুলো তারা প্রশাসনের সুদৃষ্টি নজরের জন্য জব্দ করা হয়। শহর রেঞ্জের আওতাধীন বলীর হাট, ফিরিঙ্গী বাজার চেয়ারম্যানঘাট স মিলগুলোতে হাজার হাজার সিএফটি  কাগজ পত্র বিহীন অবৈধ মূল্যবান সেগুনসহ বিভিন্ন প্রজাতির লট আকারে প্রকাশ্যে বিক্রী করছে। এখানে রহস্যজনক কারণে কোন সময় অভিযান ও পরিচালিত হয়নি।