নিজস্ব প্রতিবেদক: ‘মানবতাই শক্তি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ আবদুছ সালাম।
May be an image of 10 people, people standing and text that says "Bangladesh 49th Annual General Meeting 2021"
শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান, আইসিআরসির প্রতিনিধি কাতিয়া লরেঞ্জ ও আইএফআরসির প্রতিনিধি আলী আকগুল।
মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, “করোনকালীন সংকটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও প্রতিনিধিরা দিনরাত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।” স্বেচ্ছাসেবকরা সোসাইটির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হতে উজ্জীবিত করতে পারলেই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে এগিয়ে নেয়া সম্ভব হবে।”
শুভেচ্ছা বক্তব্যে ডেলিগেটদের উদ্দেশ্য নূর-উর-রহমান বলেন, “কাংখিত লক্ষ্যে পৌঁছাতে ইউনিটগুলোকে আরোও কার্যকর ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন।
May be an image of 10 people and people standing
মহামান্য রাষ্ট্রপতি তাঁর লিখিত বাণীতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদানের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে।”
মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত বাণীতে রেড ক্রিসেন্টের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, “আমরা দুর্যোগের পূর্বাভাসসহ সাড়াদান কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সুরক্ষিত রাখার সব পদক্ষেপ গ্রহণ করেছি। জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী  তাঁর বাণীতে বলেন, “ঝুঁকি কবলিত জনগনের জীবন-জীবিকার উন্নয়নেই শুধু নয়, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেও কাজ করে যাচ্ছে মানবিক এই সংগঠনটি, যা সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
এছাড়াও বার্ষিক সাধারণ সভায়, ২০২২ সালের প্রস্তাবিত বাজেট, ৪৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
নিজস্ব প্রতিবেদক: ‘মানবতাই শক্তি’ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব।
সভায় স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির কোষাধ্যক্ষ আবদুছ সালাম।
May be an image of 10 people, people standing and text that says "Bangladesh 49th Annual General Meeting 2021"
শুভেচ্ছা বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান নূর-উর-রহমান, আইসিআরসির প্রতিনিধি কাতিয়া লরেঞ্জ ও আইএফআরসির প্রতিনিধি আলী আকগুল।
মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহ্হাব বলেন, “করোনকালীন সংকটে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক ও প্রতিনিধিরা দিনরাত কাজ করে প্রশংসা কুড়িয়েছেন।” স্বেচ্ছাসেবকরা সোসাইটির মূল চালিকাশক্তি উল্লেখ করে তিনি বলেন, “শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হতে উজ্জীবিত করতে পারলেই জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নকে এগিয়ে নেয়া সম্ভব হবে।”
শুভেচ্ছা বক্তব্যে ডেলিগেটদের উদ্দেশ্য নূর-উর-রহমান বলেন, “কাংখিত লক্ষ্যে পৌঁছাতে ইউনিটগুলোকে আরোও কার্যকর ও আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ৪৯তম বার্ষিক সাধারণ সভা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী পৃথক বাণী প্রদান করেছেন।
May be an image of 10 people and people standing
মহামান্য রাষ্ট্রপতি তাঁর লিখিত বাণীতে আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্টের অবদানের কথা তুলে ধরে বলেন, “বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে দেশে সংঘটিত বিভিন্ন প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলাসহ সকল মানবিক সহায়তা কার্যক্রমে সরকারের সহযোগী প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে।”
মাননীয় প্রধানমন্ত্রীর লিখিত বাণীতে রেড ক্রিসেন্টের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, “আমরা দুর্যোগের পূর্বাভাসসহ সাড়াদান কার্যক্রমের মাধ্যমে জনসাধারণকে সুরক্ষিত রাখার সব পদক্ষেপ গ্রহণ করেছি। জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।”
স্বাস্থ্যমন্ত্রী  তাঁর বাণীতে বলেন, “ঝুঁকি কবলিত জনগনের জীবন-জীবিকার উন্নয়নেই শুধু নয়, সবার কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতেও কাজ করে যাচ্ছে মানবিক এই সংগঠনটি, যা সরকারের সার্বজনীন স্বাস্থ্যসেবা কর্মসূচীতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।”
এছাড়াও বার্ষিক সাধারণ সভায়, ২০২২ সালের প্রস্তাবিত বাজেট, ৪৮তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী ও ২০২১ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।