নিজস্ব প্রতিবেদক : চুরির অপরাধে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুই কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তেল চুরির অপরাধে তাদেও বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিলো চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অব্যহতি প্রাপ্ত দুই কর্মচারীর নাম হলো- পুল সহকারী রতন ঘোষ ও সাগরিকা ফিলিং স্টেশনের মোটর মেকানিক কাঞ্চন বসাক।
চসিকের সচিব খালেদ মাহমুদ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) অব্যাহতির দেওয়ার বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন ।
অপরাধের ধরণ বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে অভিযুক্ত দুই কর্মচারীর তেল চুরি করার একটি ভিডিও হাতে পাই। এরপর তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় অভিযুক্ত দুজনকে চাকরিচ্যুত করা হয়েছে। গত বুধবার (২২ ডিসেম্বর) পৃথক দুটি অফিসের আদেশ জারি করে অব্যাহতির বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে জানানো হয়েছে।
উল্লেখ্য যে, এই তেল চুরির ঘটনা এটা প্রথম নয় এর আগে, গত ২৫ সেপ্টেম্বর তেল চুরির সময় হাতেনাতে ধরা পড়ে চাকরিচ্যুত হয়েছিল চসিকের অস্থায়ী ট্রাক সহকারী মো. হোসেন ও পাম্প অপারেটর মোবারক হোসেনও।