নিজস্ব প্রতিবেদক : বোমা বিস্ফোরণ করে ভোট কেন্দ্রের চারদিকে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনেছেন এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র দখল করতে এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করছেন। আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (চশমা) ও ইউনিয়ন যুবলীড়ের সভাপতি শাহাদাত হোসেন সবুজ স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে এই অভিযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী মো. কায়সার চৌধুরী, মো. নাছির, মো. আলমগীর, আবদুল হামিদ, আরিফ মহিউদ্দিন, গিয়াসুদ্দিন মিটু, মারুফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো: শাহদাত হোসেন সবুজ বলেন, তার ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থী গাজী মো. ইদ্রিস (নৌকা)’র লোকজন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে বোমা তৈরির কাজ শুরু করেছে। ইতোপূর্বে জঙ্গলখাইন এলাকা থেকে পুলিশ ও র্যাব বিপুল পরিমানে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।
তিনি এলাকার ৪টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথাও বলেন।
নিজস্ব প্রতিবেদক : বোমা বিস্ফোরণ করে ভোট কেন্দ্রের চারদিকে আতঙ্ক সৃষ্টির অভিযোগ এনেছেন এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। চতুর্থ ধাপের ইউপি নির্বাচনের ভোট কেন্দ্র দখল করতে এমনটি করা হচ্ছে বলে অভিযোগ করছেন। আজ বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (চশমা) ও ইউনিয়ন যুবলীড়ের সভাপতি শাহাদাত হোসেন সবুজ স্থানীয় সংবাদ কর্মীদের সাথে মতবিনিময়কালে এই অভিযোগ করেন।
এসময় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র প্রার্থীর প্রধান সমন্বয়কারী মো. কায়সার চৌধুরী, মো. নাছির, মো. আলমগীর, আবদুল হামিদ, আরিফ মহিউদ্দিন, গিয়াসুদ্দিন মিটু, মারুফসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা।
লিখিত বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী মো: শাহদাত হোসেন সবুজ বলেন, তার ইউনিয়নের প্রতিদ্বন্দ্বি প্রার্থী গাজী মো. ইদ্রিস (নৌকা)’র লোকজন আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে ভোট কেন্দ্র দখল করতে বোমা তৈরির কাজ শুরু করেছে। ইতোপূর্বে জঙ্গলখাইন এলাকা থেকে পুলিশ ও র্যাব বিপুল পরিমানে গোলাবারুদ ও অস্ত্র উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় মামলাও হয়েছে।
তিনি এলাকার ৪টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে অতিরিক্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের দাবি জানান। এব্যাপারে নির্বাচন কমিশনে অভিযোগ করার কথাও বলেন।