ক্রীড়া প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও গৌরবের ৫০ বছর উপলক্ষ্যে ২য় ডিজি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাঠে সকাল সাড়ে ১০টায় ২য় ডিজি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
May be an image of 5 people and people standing
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও গৌরবের ৫০ বছর উপলক্ষ্যে ২য় ডিজি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। ১৪ দলের মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়ে অফিসার্স টিম (অপ্রতিরোধ্য কোবরা) ও জোন-২ (দুরন্ত টিটিএল) ফুটবল দল ফাইনাল খেলায় একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ১-০ গোলে বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয় জোন-২ (দুরন্ত টিটিএল) দল। রানার্স আপ হয় অফিসার্স টিম (অপ্রতিরোধ্য কোবরা)।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালক তার বক্তব্যে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সকলের হাতে ট্রফি তুলে দেন।
ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মোঃ অপু। টুর্নামেন্ট সেরার ট্রফি জিতেন তেজঁগাও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মাহমুদুল হাসান এবং তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জেতেন।
ক্রীড়া প্রতিবেদক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও গৌরবের ৫০ বছর উপলক্ষ্যে ২য় ডিজি কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২১-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২২ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মাঠে সকাল সাড়ে ১০টায় ২য় ডিজি কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজ্জাদ হোসাইন। এ সময় অধিদপ্তরের পরিচালকগণসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
May be an image of 5 people and people standing
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও গৌরবের ৫০ বছর উপলক্ষ্যে ২য় ডিজি কাপ মিনি ফুটবল টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। ১৪ দলের মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী হয়ে অফিসার্স টিম (অপ্রতিরোধ্য কোবরা) ও জোন-২ (দুরন্ত টিটিএল) ফুটবল দল ফাইনাল খেলায় একে অপরের মুখোমুখি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই প্রতিযোগিতায় ১-০ গোলে বিজয় অর্জন করে চ্যাম্পিয়ন হয় জোন-২ (দুরন্ত টিটিএল) দল। রানার্স আপ হয় অফিসার্স টিম (অপ্রতিরোধ্য কোবরা)।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ফায়ার সার্ভিসের মহাপরিচালক তার বক্তব্যে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানান এবং সকলের হাতে ট্রফি তুলে দেন।
ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মোঃ অপু। টুর্নামেন্ট সেরার ট্রফি জিতেন তেজঁগাও ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার  মাহমুদুল হাসান এবং তিনি সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জেতেন।