নিজস্ব প্রতিবেদক : বিএনপির রাজনৈতিক কৌশলে পরিবর্তন আনা না হলে সরকার পতন করা সম্ভবপর নয়। বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান আজ বুধবার(২২ ডিসেম্বর-২১ইং) জাতীয় প্রেসক্লাবের অনুষ্ঠানে এই অভিমত ব্যক্ত করেন।
জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং ‘অগ্নিঝরা মতিহার ও রিজভী আহমেদ’ শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
শ্রকিম নেতা ও বিএনপি’র ভাইস-চেয়ারম্যান নোমান বলেন, আওয়ামী লীগ সরকার ফ্যাসিবাদী সরকার। সরকারের পতন নিশ্চিত করতে হলে জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী ঐক্যের যে রাজনীতি, সেটির কৌশল পরিবর্তন এনে সময়পোযোগী করা জরুরি। সেই কৌশলের পরিবর্তন যদি না হয়, তা হলে সরকার পতনের আন্দোলনে আমরা সফল হতে পারব না।
তিনি আরো বলেন, আমরা বিরোধী রাজনৈতিক দল হিসেবে সংবিধান অনুযায়ী সরকারের সমালোচনা, মিছিল এগুলো করব। কিন্তু এগুলো দিয়ে কি সরকারের পরিবর্তন আসবে? পরিবর্তন ছাড়া কি খালেদা জিয়া আজকে যে অবস্থায় আছেন সেখান থেকে মুক্ত হবেন? এই প্রশ্নগুলো যখন আমাদের সামনে ভালোভাবে আসবে, তখন আমরা করণীয় নির্ধারণ করতে পারব এবং সেই কার্যক্রমে এক সুসংগঠিত নেতৃত্বের মাধ্যমে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাহাউদ্দিন বাহার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন আহমেদ মনি, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।