নিজস্ব প্রতিবেদক : আইন করে নারী-পুরুষের সমতার জন্য সামাজিক সচেতনতা প্রয়োজন। আইন করে নারী-পুরুষের সমতা আনা সম্ভবপর নয়। এমনটি বললেন আইনমন্ত্রী আনিসুল হক । সামাজিকভাবে আন্দোলন করলেই নারী-পূরুষের সামাজিক সমতা আনা সম্ভব।
আজ বুধবার (২২ ডিসেম্বর-২১ইং) রাজধানীর গুলশান-২ এলাকায় বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নারী-শিশু নির্যাতন দমন আইন, আইনগত সহায়তা প্রদান আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন করা হয়েছে। এসব আইন করা হয়েছে নারীদের সুরক্ষার জন্য। আইন থাকলেও সামাজিক সমতা না আনলে তা বাস্তবায়ন করা যাবে না।
আইনমন্ত্রী আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশের মানুষ এগিয়ে যাচ্ছে। নারীরাও পিছিয়ে নেই। জাতির জনক বঙ্গবন্ধু নারীদেরকে তার যথাস্থানে বসানোর চেষ্টা করেছিলেন। তারই কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের স্থায়ী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। অনেক ক্ষেত্রে নারীরা পূরুষের চেয়ে বেশী এগিয়ে গেছে। জাতি শিক্ষিত হলেই নারী পূরুষের সমতা ফিরে আসবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাহিদ ইজাহার খান প্রমুখ।