নিজস্ব প্রতিবেদক : সাদার্ন ইউনিভার্সিটিতে শুরু হলো তিনদিনব্যাপী অ্যাডমিশন ফেয়ার। এটি সাদার্ন ইউনিভার্সিটিতে স্প্রিং সেমিস্টার-২০২২ এ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য ভর্তিও অন্যতম সুযোগ। আরেফিন নগরে নিজস্ব ক্যাম্পাসে শুরু হয়েছে এই অ্যাডমিশন ফেয়ার।
আজ বুধবার (২২ ডিসেম্বর-২১ইং) থেকে শুক্রবার (২৪ ডিসেম্বর-২১ইং) পর্যন্ত এই অ্যাডমিশন ফেয়ার চলবে।
সাদার্ন ইউনিভার্সিটি সুত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধুমাত্র অ্যাডমিশন ফেয়ার উপলক্ষে ভর্তি ফিতে ৩০% বিশেষ ছাড় দিচ্ছে কতৃর্পক্ষ। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান, মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা এবং প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা।
আইইবি ও ফামার্সি কাউন্সিল অ্যাক্রেডিটেশন পূরুস্কার অর্জন করেছে সাদার্ন ইউনিভার্সিটি।
বিস্তারিত জানার জন্য ইউনিভার্সিটির অ্যাডমিশন অফিস অথবা সরাসরি ০১৯১১৮৮২৭৬৪, ০১৭১১৩৯৫৯৭৭, ০৩১-৬২৬৭৪৪, ০২৪১৩৮০১০১-১৫ এবং ইউনিভার্সিটির ওয়েবসাইট www.southern.edu.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
ইউনিভার্সিটি সুত্রে আরো জানা গেছে,: ব্যবসায় প্রশাসন অনুষদ- বিবিএ, এমবিএ হোটেল ম্যনেজমেন্টসহ, কলা অনুষদ- ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ- সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স, ফার্মেসি, আইন অনুষদ- এলএলবি, এলএলএম বিষয়ে আবেদন করা যাবে।