বাংলাদেশ ইউনানী মেডিকেল এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের জরুরি বর্ধিত সভা গতকাল সোমবার রাজধানীর বাংলামটরে অনুষ্ঠিত হয়েছে । এছাড়া ইউনানী আয়ুর্বেদিক চিকিৎসা শিক্ষা আইন, ঔষধ ও ফার্মেসি কাউন্সিল আইন নিয়ে আলোচনা সভা করেছে সম্মিলিত ইউনানী-আয়ুর্বেদিক চিকিৎসক পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনানী মেডিকেল এ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, আধুনিক হামদর্দ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তিব্বিয়া হাবিবিয়া কলেজ, ঢাকা-এর অধ্যক্ষ এবং এ্যাসোসিয়েশনের মহাসচিব হাকীম আ.খ. মাহবুবুর রহমান সাকী, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এ্যালামনাই এ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দেশীয় চিকিৎসক সমিতির সভাপতি ডা. মো. মিজানুর রহমান।
ইউনানী আয়ুর্বেদিক আইনের খসড়া মন্ত্রীপরিষদে অনুমোদিত হওয়ায় সরকারকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সংগঠনের চেয়ারম্যান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, সবাই এক থাকলে খসড়া আইনের ত্রুটিগুলো সম্পর্কে আমাদের মতামত সরকারের কাছে তুলে ধরে সংশোধনের ব্যবস্থা করা যাবে।
এ সময় দেশের আপামর মানুষের কাছে ইউনানী স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে এবং এই শাস্ত্রের উন্নয়নে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে আহ্বান জানান ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া ।-প্রেস বিজ্ঞপ্তি
Post Views: 546