ওআইসি সম্মেলনে ইসলামী ব্যাংকিং বিষয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ধারণা দিয়েছিল তারই অনুকরণে বাংলাদেশে ইসলামী ব্যাংকের সুচনা হয়েছিল। সেই ধারাবাহিকতায় সুনিপূণভাবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনার ফলে আজ দেশের ১ম শ্রেণীর ব্যাংক তথা জনগণের ব্যাংকে পরিণত হয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লি:। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় সিডিএ এভিনিউ শাখার অধীনে আতুরার ডিপো উপশাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো: মোবারক আলী উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও ইসলামী ব্যাংকের সুনাম ছড়িয়ে পড়েছে। বিশ্বের বিভিন্ন দেশ ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: কে অনুসরণ করতে শুরু করেছে। দেশেও বেশ কিছু ব্যাংক ইসলামী শাখা খুলে ইসলামী ব্যাংকিং চালু করেছে।
তিনি আরো বলেন, সোনার বাংলা গড়ার যে স্বপ্ন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নে ইসলামী ব্যাংক মডেল হিসেবে কাজ করবে। দেশবাসীকে অর্থনৈতিক বিপ্লব সাধনে ইসলামী ব্যাংকের সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজমের সভাপতিত্বে ও ফাস্ট এভিপি আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এজেন্ট ব্যাংকিং এন্ড সাব ব্রান্স ডিভিশনের হেড এ এস এম রেজাউল করীম।
স্বাগত বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট ও সিডিএ এভিনিউ শাখা প্রধান মোহাম্মদ শাহজাহান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন আতুরারডিপো উপশাখার প্রধান এসপিও মোহাম্মদ এরশাদুল হক।
বক্তব্য রাখেন স্কাইনেট সী ফুডস এর সত্তাধিকারী রমাকান্ত মজুমদার, নূর টাওয়ারের সত্ত্বাধিকারী মিসেস মোস্তফা খাতুন, মোহাম্মদ জাহেদুল আলম, ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মোহাম্মদ শরাফত উল্লাহ প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাইয়ারে আজম বলেন, দেশ আজ উন্নয়নের মডেল হিসেবে বিশে^র নিকট নতুনভাবে পরিচিতি হতে যাচ্ছে। দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ চলছে তার সাথে ইসলামী ব্যাংকের ওতপ্রোতভাবে জড়িত। দেশের উন্নয়ন মানে ব্যাংকের উন্নয়ন আর ব্যাংকের উন্নয়ন মানে দেশের উন্নয়ন। তিনি ব্যাংকিং লেনদেনের মাধ্যমে দেশের অর্থনীতির মুলভিত্তি মজবুত করার জন্য সকলের প্রতি আহবান জানান।-প্রেস বিজ্ঞপ্তি