নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছে ১০ জন। বিগত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৬৭টি নমুনা পরীক্ষা করে ১০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৭ জন নগরের এবং ৩ জন উপজেলা এলাকার বাসিন্দা।
আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর-২১ইং) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১১টি ল্যাবে এই নমুনা পরীক্ষা করা হয়।
উল্লেখ্য যে, এই পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৫২২ জন। এর মধ্যে নগরের ৭৪ হাজার ১৮৪ জন এবং উপজেলার ২৮ হাজার ৩৩৮ জন। এ ছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৩২ জনের মধ্যে ৭২৩ জন নগরের এবং ৬০৯ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা বলে সিভিল সার্জেন সুত্রে জানা গেছে।
Post Views: 542