ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: এর এসভিপি ও হালিশহর শাখা প্রধান মো: নাজিম উদ্দিন বলেছেন, ইসলামী ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বাংলাদেশ ব্যাংকের নিয়ম মোতাবেক ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে আউটলেট এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে এক অন্যান্য নজির স্থাপন করেছে। আজ সোমবার (২০ ডিসেম্বর) সকাল ১০টায় নগরীর হালিশহর শাখার অধীনে নয়াবাজার আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাজিম উদ্দিন উপরোক্ত কথা বলেন।
তিনি বলেন, সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠায় যেমনটি ভুমিকা রেখেছে ইসলামী ব্যাংক ঠিক তেমনি ভাবে আউটলেটের মাধ্যমে দেশের মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা নিশ্চিত করতেও স্বক্ষম হয়েছে। তিনি ইসলামী ব্যাংকের সেবা সমুহ গ্রহণের মাধ্যমে দেশের অর্থনীতি চাকাকে সচল রাখার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।
ইসলামী ব্যাংক বাংলাদেশ লি: নয়াবাজার আউটলেটের প্রধান মোহাম্মদ ফয়েজ উল্লাহর সভাপতিত্বে ও দিদারুল আলম চৌধুরী সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের এসপিও মুহাম্মদ ইলিয়াছ।
বিশেষ অতিথি ছিলেন ভাইস প্রেসিডেন্ট উত্তর জোন প্রতিনিধি জহিরুল ইসলাম, বাংলাদেশ কৃষক লীগ নেতা মুহাম্মদ আরমান চৌধুরী, নয়াবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল লতিফ, মুক্তিযোদ্ধা কমান্ডার আইয়ুব নাছের, সমাজ কমিটির সভাপতি মোরশেদ আলম, মুহাম্মদ হাবিব উল্লাহ, অধ্যক্ষ আলমগীর চৌধুরী, মাহবুবুল আলম, ব্যাংকের কর্মকর্তা আবদুল আজিজ, রুপালী মোটরস এর সত্ত্বাধীকারী আনোয়ার হোসেন, আনন্দ বাজার আউটলেটের প্রধান আয়াছ উদ্দিন, গিয়াস উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে ফয়েজ উল্লাহ বলেন, ব্যাংকের একটি পূর্নাঙ্গ শাখা যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে আউটলেটও ঠিক সেই সকল সুযোগ সুবিধা গ্রহকদের দিয়ে থাকে। এলাকাবাসী, ব্যবসায়ী ও সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা চেয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি করেন। পরে ফিতা কেটে প্রধান অতিথি আউটলেটের শুভ উদ্বোধন করেন ।-প্রেস বিজ্ঞপ্তি