আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সংকট নিয়ে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ সম্মেলন আজ রোববার (১৯ডিসেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট ভবনে শুরু হয়েছে।বাংলাদেশসহ ৫৭টি ইসলামিক দেশের প্রতিনিধিরা সম্মেলনে যোগ দিচ্ছেন।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার মাধ্যমে সম্মেলনের শুরুতে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি প্রথম বক্তব্য রাখেন। এরপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ তার বক্তব্যে আফগানিস্তানের আর্থিক ও মানবিক সংকট আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অস্থিরতা সৃষ্ঠি করবে বলে মন্তব্য করেন। তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত দেশটির জন্য দ্রুত মানবিক সহায়তা প্রয়োজন।
২০টি দেশের পররাষ্ট্রমন্ত্রী,১০টি দেশের পররাষ্ট্র বিষয়ক উপমন্ত্রী এবং সচিব পর্যায়ের প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেন।সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান মূলবক্তব্য পেশ করার কথা রয়েছে।-খবর ডন অনলাইন