নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী রেঞ্জ কতৃক পাচারকারীর হাত হতে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করে পরে গহীন বনে অবমুক্ত করা হয়। আজ রবিবার (১৯ ডিসেম্বর) বেলা ১২ টায় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী নেতৃত্বে রাউজান থানাধীন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের গিরিছায়া রেষ্টুরেন্ট এর সামনে হইতে RAB -7 হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় পাচারের উদ্দ্যেশে রাখা এক’টি তক্ষক উদ্ধার করা হয়।
উল্লেখ্য, এটি একটি বিরল প্রজাতির তক্ষক,যার স্থানীয় নাম হাঁস পা তক্ষক। দৈর্ঘ্য প্রায় সাড়ে ৯ ইঞ্চি।পরবর্তীতে তক্ষকটি স্থানীয় গন্য মান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে হাটহাজারী বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয় ।
বন্যপ্রানী শিকার ও হত্যা বন্ধে উত্তর বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর কঠোর তদারকি ও মাঠ পর্যায়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে বনকর্মীরা বন অপরাধ দমন ও উদঘাটনে সক্রিয় ভূমিকা পালন করছে ।
Post Views: 428