নিজস্ব প্রতিবেদক: পাঁচশ’ সিএনজি চালিত অটোরিকশার ডাটা নিবন্ধন করে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন ট্রাফিক পরিদর্শক (টিআই প্রবর্তক) মুঞ্জুর হোসেন। টিআই, পাঁচলাইশ হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনকালীন সময়ে সর্বাধিক ডাটা নিবন্ধন করে তিনি এ পুরস্কার পান।আজ রোববার (১৯ ডিসেম্বর) দামপাড়াস্থ পুলিশ কমিশনার কার্যালয়ে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর তার হাতে পুরস্কার তুলে দেন। সিএমপির নতুন উদ্যোগ ‘আমার গাড়ি নিরাপদ’ কার্যক্রমে প্রথমবার সর্বাধিক সিএনজি চালিত অটোরিকশার ডাটা নিবন্ধন করেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন, সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ ও উপ কমিশনার (ট্রাফিক উত্তর) জয়নুল আবেদিন।
ইতোপূর্বে পুলিশের এই কর্মকর্তা পিআই পাহাড়তলী, টিআই পতেঙ্গা ও টিআই অক্সিজেন হিসেবে কর্মরত ছিলেন। প্রতিটি জায়গায় দায়িত্ব পালনকালে সফলতার প্রমাণ রেখেছেন টিআই মঞ্জুর হোসেন। বর্তমানে তিনি টিআই প্রবর্তক হিসেবে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।