নিজস্ব প্রতিবেদক : কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের কৈগারিপাড়ায় মসজিদের মুয়াজ্জিন শাহ জামাল কর্তৃক এক প্রতিবন্ধী যুবতী ধর্ষনের শিকার হয়েছে। ভেড়ামারা থানায় মামলা থানায় মামলা দায়ের হয়েছে। মামলা নং-১২ তাং ১৮-১২-২০২১ ইং।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, শনিবার বিকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কৈগারিপাড়ায় মসজিদের মুয়াজ্জিন শাহ জামাল একই এলাকার প্রতিবন্ধী যুবতীকে পার্শ্ববর্তী মাঠে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষিতা প্রতিবন্ধী বাড়িতে এসে বিস্তারিত জানালে শনিবার রাতে থানায় অভিযোগ দায়ের করে। আজ রোববার সকালে ধর্ষিতা প্রতিবন্ধীকে মেডিকেল টেষ্টের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ধর্ষক মুয়াজ্জিন শাহ জামাল পলাতক রয়েছে।
Post Views: 561