দি ক্রাইম ডেস্ক: আজ ১৮ ডিসেম্বর,আন্তর্জাতিক অভিবাসী দিবস । দিবসটি উদযাপন উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামের উদ্যোগে অভিবাসন সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সকালে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লির এবারের প্রতিপাদ্য ছিল “ শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মযাদা ও নৈতিকতা। র্যা লিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
পরে ‘‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিবাসন’’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অভিবাসন দিবসটি উদযাপনের জন্য যা যা করার দরকার ছিল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস তা সফলভাবে করেছে। দিবসটি পালনের সকল প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি সভাও করেছেন। তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রধানের প্রশংসা করতে গিয়ে বলেন তার সময়ে দপ্তরটি সফলভাবে যাবতীয় কাযর্ক্রম সম্পন্ন করছে তার কর্মস্পৃহার কথা আগেও শুনেছি।
তিনি বিদেশগামীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যাশা অনেক কিন্তু প্রয়োজন অনুসারে আমরা সে চাহিদা পূরণ করতে পারিনা। এক্ষেত্রে অনেকের মধ্যে আন্তরিকতা ও পেশাদারিত্বের অভাব রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার বলেন, এ দেশে অনেক মেধাবী ইঞ্জিনিয়ার রয়েছেন যারা ইচ্ছে করলে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারতো। কিন্তু তারা তা না করে এদেশে মাটিতে দক্ষ জনশক্তি তৈরির কাজ করছেন।
তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। এ ব্যাংক থেকে সহজ শর্তে বিদেশগামীদের ঋণ দেওয়া হচ্ছে। প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার পাশাপাশি মৃত প্রবাসীর লাশ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। একইসাথে তার পরিবারকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। বিদেশগামীদের দক্ষতার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আইন মেনে যথাযথ উপায়ে বিদেশ গমন ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে সরকারের রাজস্ব আয়ে সবসময় পাশে থাকার জন্য তিনি বিদেশগামীদের প্রতি আহ্বান জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) এর অধ্যক্ষ নওরীন সুলতানা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ম্যানেজার সুমন কান্তি দেব, বেসরকারি সংস্থা প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, অভিবাসীদের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রবাসী মেধাবী ছাত্রছাত্রীর পক্ষে সাদিয়া সালাম বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রবাসী ও প্রবাসীর সন্তান মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
দি ক্রাইম ডেস্ক: আজ ১৮ ডিসেম্বর,আন্তর্জাতিক অভিবাসী দিবস । দিবসটি উদযাপন উপলক্ষে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রামের উদ্যোগে অভিবাসন সংশ্লিষ্ট সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে সকালে বর্ণাঢ্য র্যা লি অনুষ্ঠিত হয়। র্যা লির এবারের প্রতিপাদ্য ছিল “ শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মযাদা ও নৈতিকতা। র্যা লিটি সার্কিট হাউজ থেকে শুরু হয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
পরে ‘‘সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অভিবাসন’’ শীর্ষক আলোচনা সভা চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।
অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আন্তর্জাতিক অভিবাসন দিবসটি উদযাপনের জন্য যা যা করার দরকার ছিল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস তা সফলভাবে করেছে। দিবসটি পালনের সকল প্রস্তুতির জন্য একটি প্রস্তুতি সভাও করেছেন। তিনি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস প্রধানের প্রশংসা করতে গিয়ে বলেন তার সময়ে দপ্তরটি সফলভাবে যাবতীয় কাযর্ক্রম সম্পন্ন করছে তার কর্মস্পৃহার কথা আগেও শুনেছি।
তিনি বিদেশগামীদের উদ্দেশ্যে বলেন, আপনাদের প্রত্যাশা অনেক কিন্তু প্রয়োজন অনুসারে আমরা সে চাহিদা পূরণ করতে পারিনা। এক্ষেত্রে অনেকের মধ্যে আন্তরিকতা ও পেশাদারিত্বের অভাব রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক আ স ম জামশেদ খন্দকার বলেন, এ দেশে অনেক মেধাবী ইঞ্জিনিয়ার রয়েছেন যারা ইচ্ছে করলে বিদেশে নিজেদের ক্যারিয়ার গড়ে তুলতে পারতো। কিন্তু তারা তা না করে এদেশে মাটিতে দক্ষ জনশক্তি তৈরির কাজ করছেন।
তিনি বলেন, প্রবাসীদের জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক করা হয়েছে। এ ব্যাংক থেকে সহজ শর্তে বিদেশগামীদের ঋণ দেওয়া হচ্ছে। প্রবাসীর সন্তানদের শিক্ষাবৃত্তির ব্যবস্থা করা হয়েছে। বিমানবন্দরে এ্যাম্বুলেন্স সার্ভিস প্রদান করার পাশাপাশি মৃত প্রবাসীর লাশ বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে। একইসাথে তার পরিবারকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে। বিদেশগামীদের দক্ষতার জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। আইন মেনে যথাযথ উপায়ে বিদেশ গমন ও ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠিয়ে সরকারের রাজস্ব আয়ে সবসময় পাশে থাকার জন্য তিনি বিদেশগামীদের প্রতি আহ্বান জানান।
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপপরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদারের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (বিকেটিটিসি) এর অধ্যক্ষ নওরীন সুলতানা, প্রবাসী কল্যাণ ব্যাংক এর ম্যানেজার সুমন কান্তি দেব, বেসরকারি সংস্থা প্রত্যাশীর নির্বাহী পরিচালক মনোয়ারা বেগম, অভিবাসীদের পক্ষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রবাসী মেধাবী ছাত্রছাত্রীর পক্ষে সাদিয়া সালাম বক্তৃতা করেন।
অনুষ্ঠানে প্রবাসী ও প্রবাসীর সন্তান মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।