নুরুল ইসলাম : দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী নুর মোহাম্মদ শহিদুল্লাহ্র কর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাংচুরের অভিযোগ আনা হয়েছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পুত্র ও কর্মীদের বিরুদ্ধে। গত ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় চুনতি ফরেষ্ট অফিস এলাকায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী কার্যালয়ের আহুত এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়। চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী নুর মোহাম্মদ শহিদুল্লাহ সাংবাদিক
সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, গত ১৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায়, চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন জনুর ছেলে এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে শতাধিক বহিরাগত সন্ত্রাসীরা রাস্তায় ব্যারিকেট দিয়ে গাড়ি থামিয়ে অকথ্য গালি ও দেশীয় অস্ত্র, লাঠি-সোঠা, হকিস্টিক, দা-কিরিচ নিয়ে হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থীর ৭ জন কর্মী গুরতর আহত হয়। প্রচারণা শেষে ফেরার পথে চুনতি সাতগড় মাঝের পাড়ার ইসহাক মিয়া সড়কে প্রতিপক্ষরা স্বতন্ত্র প্রার্থীর গাড়ির বহরে এ হামলা করা হয়। এই হামলায় প্রার্থীর গাড়ি ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ আনা হয়। হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের মারধর করে তাদের ব্যবহৃত মোবাইল সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয়া হয়েছে অভিযোগ আনা হয়।
চেয়ারম্যান পদে স্বতন্ত প্রার্থী নুর মোহাম্মদ শহিদুল্লাহ্ আরো বলেন, তাঁর জনপ্রিয়তায় ইর্ষাণি¦ত হয়ে প্রতিক্ষ এই হামলা করেছে। আগামী ২৬ ডিসেম্বও চুনতি ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠ হবে কিনা তিনি আশংকা প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতিহিংসায় মাঠে নেমেছেন। চুনতি ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন সুষ্ঠ, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নুর মোহাম্মদ শহিদুল্লাহ্ কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেন।
এই ব্যাপারে জানতে চাওয়া হলে আওয়া লীগ মনোনীত প্রার্থী জয়নাল আবেদীন জনু বলেছেন, স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সত্য নহে। বরং, উক্ত প্রার্থীর কর্মীরা, তাঁর কর্মীদের ওপর হামলা করেছে। এ ব্যাপারে মামলা করা হয়েছে।