নিজস্ব প্রতিবেদক: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকালে হিসাব মহা নিয়ন্ত্রক কার্যালয়ে অবস্থিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি মহাবিজয়ের মহানায়ক (THE GREATEST HERO OF THE GLORIOUS VICTORY) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন হিসাব মহানিয়ন্ত্রক মো: নূরুল ইসলাম ।
বাঙালির ঐতিহাসিক মহান বিজয়ের মাসকে লক্ষ্যরেখে হিসাব মহনিয়ন্ত্রকের কার্যালয়কে বর্ণিল লাল-সবুজের সাজে সাজানো হয়। হিসাব মহানিয়ন্ত্রক মহোদয়ের নেতৃত্বে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে সকল কর্মকর্তা কর্মচারীর অংশগ্রহণে বিশাল বর্নাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়।
হিসাব মহানিয়ন্ত্রক বিনম্র শ্রদ্ধা ভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৯৭৫ এর ১৫ আগস্ট ইতিহাসের নিষ্ঠুরতম হত্যাকাণ্ডে নিহত জাতির পিতার পরিবারের সদস্যগণ, জাতীয় চার নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ও নিবেদিত প্রাণ সকল মুক্তিযোদ্ধা, ২ লক্ষ নির্যাতিতা মা-বোন, ভাষাশহীদ সহ সকল বীরশহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসায় বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ, বিচক্ষণ ও দূরদৃষ্টি নেতৃত্বে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সুখী-সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে সরকারি চাকরিজীবি হিসাবে আমাদের সকল দায়িত্ব নিষ্ঠার সাথে যথাযথভাবে পালন করে জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর দেয়া নির্দেশনা ও আদর্শ অনুযায়ী কাজ করাই আমাদের ব্রত বলে তিনি উল্লেখ করেন।
পরিশেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের আত্মার মাগফিরাত ও দেশের শান্তি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে সিজিএ কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Post Views: 178