নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর উত্তর মহানগর এর তুরাগ থানার ৫৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী, জননেতা আলহাজ্ব কফিল উদ্দীন মেম্বার এর সুযোগ্য পুত্র তৈয়্যবুর রহমান তুরাগ বাসীকে এমপি আলহাজ্ব হাবিব হাসানের পক্ষ থেকে বিজয় দিবসে মুজিবীয় শুভেচ্ছা জানিয়েছেন।
বিজয় অর্জনের মাধ্যমে একটি জাতি শুধুমাত্র স্বাধীনতা-ই অর্জন করে না। এর পাশাপাশি বিশ্ব দরবারে জন্ম নেয় একটি স্বাধীন রাষ্ট্রের। এর মাধ্যমে একটি দেশ পায় নতুন পরিচয় এবং নতুন একটি পতাকা। পরাধীনতার শিকল থেকে বেড়িয়ে মুক্তির স্বাদ গ্রহন করে সমগ্র জাতি। সেই সাথে নতুন সম্ভবনাময় যাত্রার দুয়ার উন্মোচিত হয়। রচিত হয় নতুন সংবিধান যার মাধ্যমে জাতি উন্নতির পথে অগ্রসর হয়।
৫২নং ওয়ার্ড যুবলীগের আগামী দিনের সভাপতি তৈয়্যবুর রহমান এক শুভেচ্ছা বার্তায় বলেন, প্রতিটি গৌরব মাখা অর্জনেই রয়েছে আওয়ামী লীগের ভূমিকা। ঐতিহাসিক সূত্রে ৫২-র ভাষা আন্দোলন, ’৫ ৪-র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ’৫৭-র স্বায়ত্তশাসন দাবি, ’৬২ ও ’৬৯-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চে দুরন্ত বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে।
২৫শে মার্চ কাল রাতে পাকিন্তানী বর্বর বাহিনী শুরু করে নির্মম হত্যাযজ্ঞ। দখলদার বাহিনীকে বিতাড়নে শুরু হয় অদম্য সংগ্রাম। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে, বহু ত্যাগ-তিতীক্ষা আর শহীদদের অমূল্য জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয়। এ বিজয়ের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ শুরুর প্রাক্কালেই তাঁকে গ্রেফতার করা হলেও প্রতিটি মুক্তিযোদ্ধার হৃদয়ে, আবেগে সার্বক্ষণিক উপস্থিতি ছিল এ মহান নেতার।