নিজস্ব প্রতিবেদকঃ ১৬ই ডিসেম্বর তুমি অগ্নি গর্ভা বাংলার লাখো শহীদের বুকের রক্তেভেজা সুশীতল বিছানা, যাদের ত্যাগের বিনিময়ে পেলাম মা,মাটি, দেশ। আজ বিজয়ের ৫০ বছর পূর্তি, নিপিড়ীত অধিকার হারা বাঙ্গালী জাতির অর্জিত গর্ব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ঐতিহাসিক বিজয় দিবস। ঢাকা উত্তর মহানগর এর বিশিষ্ঠ আওয়ামী নেতা ১৮ আসনের জননেতা, সাবেক সফল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল তৃনমূল নেতা-কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
মুক্তযুদ্ধের অকুতোভয় বীর সৈনিক তোফাজ্জল বলেন, ৫২-র ভাষা আন্দোলন, ’৫৪-র নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়, ’৫৭-র স্বায়ত্তশাসন দাবি, ’৬২ ও ’৬৯-এর গণআন্দোলনের ধারাবাহিকতায় ১৯৭১ সালের মার্চে দুরন্ত বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তির সংগ্রামে। ২৫শে মার্চ কাল রাতে পাকিন্তানী বর্বর বাহিনী শুরু করে নির্মম হত্যাযজ্ঞ। দখলদার বাহিনীকে বিতাড়নে শুরু হয় অদম্য সংগ্রাম। দীর্ঘ নয় মাসের এক রক্তক্ষয়ী সংগ্রামের ভেতর দিয়ে, বহু ত্যাগ-তিতীক্ষা আর শহীদদের অমূল্য জীবনের বিনিময়ে অর্জিত এ বিজয়। এ বিজয়ের স্বপ্নদ্রষ্টা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যুদ্ধ শুরুর প্রাক্কালেই তাঁকে গ্রেফতার করা হলেও প্রতিটি মুক্তিযোদ্ধার হৃদয়ে, আবেগে সার্বক্ষণিক উপস্থিতি ছিল এ মহান নেতার।