প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা, সাবেক মেয়র, বীর মুক্তিযোদ্ধা ও চট্টলবীর আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে পুষ্পমাল্য অর্পণ করেছেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর একেএম তফজল হকের নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় এই পুষ্পমাল্য অর্পণ করেন।
উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির চীফ ইঞ্জিনিয়ার ও উপাচার্যের উপদেষ্টা মো. আবু তাহের, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-শিক্ষা অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, গণিত বিভাগের চেয়ারম্যান ইফতেখার মনির, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান টুটন চন্দ্র মল্লিক, ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাদাত জামান খান, প্রক্টর আহমদ রাজীব চৌধুরী, ডেপুটি লাইব্রেরিয়ান কাউছার আলম ও স্থপতি শহীদুল হক।
এসময় প্রফেসর একেএম তফজল হক এবিএম মহিউদ্দিন চৌধুরীর রাজনৈতিক জীবনের বর্ণনা দিয়ে বলেন, চট্টগ্রামকে তিনি গভীরভাবে ভালোবাসতেন। একারণে চট্টগ্রামের স্বার্থের প্রশ্নে তিনি ছিলেন একেবারে আপসহীন। আমেরিকার এসএসএ কোম্পানি ১৯৯৭ সালে চট্টগ্রাম বন্দরের মোহনায় পোর্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করলে তিনি তীব্র আন্দোলনের মাধ্যমে তা বন্ধ করে দেন। একইভাবে বছরে মাত্র ৬ কোটি টাকার বিনিময়ে শাহ আমানত বিমানবন্দর থাই কোম্পানিকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হলে গর্জে উঠেছিলেন তিনি। বস্তুত চট্টগ্রামের স্বার্থ রক্ষার জন্য তাঁর আপসহীন ও সাহসী ভূমিকা তাঁকে চট্টলবীরে পরিণত করে।
প্রফেসর একেএম তফজল হক আরও বলেন, আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ছাত্রজীবনেই রাজনীতিতে সম্পৃক্ত হয়েছিলেন। বঙ্গবন্ধুর ডাকে ছয় দফা থেকে শুরু করে পাকিস্তান বিরোধী বিভিন্ন আন্দোলনে তিনি যুক্ত হয়েছিলেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। স্বাধীনতা-উত্তর-কালেও তিনি বঙ্গবন্ধুর আদর্শকে হৃদয়ে ধারণ করে তাঁর রাজনৈতিক-কর্মজীবন শুরু করেন। এরপর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিই করে গেছেন।
এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবরে পুষ্পমাল্য অর্পণ করার আগে নগরীর জিইসি মোড়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কেন্দ্রীয় মসজিদে তাঁর আত্মার শান্তি কামনায় খতমে কোরান, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ মঈনুদ্দিন ও মাওলানা বোরহান উদ্দিন হোসাইনি।-প্রেস বিজ্ঞপ্তি
Post Views: 172