ঢাকা : সারাদেশে ৪০ লাখ ব্যাটারি চালিত থ্রি হুইলার বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেইসঙ্গে এগুলো আমদানি ও ক্রয়-বিক্রয়েও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।আজ বুধবার (১৫ ডিসেম্বর) এই সংক্রান্ত দায়ের করা রিটের শুনানি নিয়ে এ নির্দেশ দেন বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।
গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি দায়ের করেন আইনজীবী আতিক তৌহিদুল ইসলাম। এতে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব, পরিবেশ সচিবসহ ৭ জনকে বিবাদী করা হয়।
রিটে উল্লেখ করা হয়, পরিবেশের জন্য ক্ষতিকর এই এসিড ব্যাটারির সীসা ফসলেরও ক্ষতি করছে। এছাড়া বিভিন্ন সময়ে সড়ক মহাসড়কে নানা দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে এসব থ্রি হুইলার। দুর্ঘটনার পর এসিড চালিত ব্যাটারি হবার কারণে এসব যানবাহন আরও বাড়তি ঝুঁকি তৈরি করছে। আর এই থ্রি হুইলারগুলোর বড় একটি অংশ অবৈধ বিদ্যুৎ সংযোগ থেকে চার্জ দেয়ায় সরকার ট্যাক্সই বঞ্চিত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।