নিজস্ব প্রতিবেদক: করেরহাট রেঞ্জ কতৃক অবৈধভাবে পরিবহন কালে প্লাইউড বোঝাই পিক আপ আটক করছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান সার্বিক দিক নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সহযোগী স্টেশন কর্মকর্তা শিব দাশ রায় ও সঙ্গীয় স্টাফসহ করেরহাট সদর বিটের নয়াটিলা নামক স্থান হতে ৪ হাজার ৫০০পিচ ভিনিয়ার/ফ্ল্রাই উড (বিভিন্ন সাইজের ) বোঝাই মিনি পিক আপ নাম্বার-ফেনি-নঃ১১-০৬৭৯  কোন বৈধ কাগজ না থাকায় জব্দ করা হয়।
বন আইন বিধি অনুযায়ী ইউ,ডি,ও,আর, বন মামলা দায়ের প্রক্রিয়াধীন ।
নিজস্ব প্রতিবেদক: করেরহাট রেঞ্জ কতৃক অবৈধভাবে পরিবহন কালে প্লাইউড বোঝাই পিক আপ আটক করছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় করেরহাট রেঞ্জের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান সার্বিক দিক নির্দেশনায় রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সহযোগী স্টেশন কর্মকর্তা শিব দাশ রায় ও সঙ্গীয় স্টাফসহ করেরহাট সদর বিটের নয়াটিলা নামক স্থান হতে ৪ হাজার ৫০০পিচ ভিনিয়ার/ফ্ল্রাই উড (বিভিন্ন সাইজের ) বোঝাই মিনি পিক আপ নাম্বার-ফেনি-নঃ১১-০৬৭৯  কোন বৈধ কাগজ না থাকায় জব্দ করা হয়।
বন আইন বিধি অনুযায়ী ইউ,ডি,ও,আর, বন মামলা দায়ের প্রক্রিয়াধীন ।