নিজস্ব প্রতিবেদক: নগরে দ্রুততগামী ট্রাকের ধাক্কায় অজ্ঞাত সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে বায়েজিদ এলাকায় আরেফিন নগরেন সিজার গার্মেন্টসের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। নিহতের নাম পরিচয় জানা যায়নি।
বায়েজিদ থানার ওসি কামরুজ্জামান বলেন, দুপুরে সড়ক দুর্ঘটনায় বায়েজিদে এক ব্যক্তি আহত হলে তাকে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে প্রত্যক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, নিহত ব্যক্তি সাইকেল চালিয়ে যাওয়ার সময় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।
Post Views: 531