বাঙালীর ইতিহাস ও ঐতিহ্য, চিরায়ত, বাঙালী কোনদিন পরাজয় মানেনা, মানবেনা, যুগে যুগে জয় হয়েছে বাঙালীর। মহান নেতা বঙ্গবন্ধু জীবনের বারটি বছর পাকিন্তানের কারাগারে অতিবাহিত করছেন। কিন্তু তিনি জীবনের শুরুতে শপথ করেছেন বাংলা ও বাংলাদেশকে দাসত্বের শৃঙ্খণ থেকে মুক্ত করবেন। সততা, ন্যায় পরায়নতা, সাহসিকতা যদি সঠিক হয় তাহলে ব্যক্তি জীবন ও সামাজিক জীবনে প্রতিটি মানুষ সফলতা লাভ করবে তোমরা যারা শিশু ও নবীন আগামী দিনের নেতৃত্ব গ্রহণের নিমিত্তে নিজেদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে সামনের দিকে এগিয়ে চল এবং দেশকে ও দেশের মানুষকে ভালোবাসতে শিখ।
আজ বুধবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় সংগীত পরিষদ অঙ্গণে আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নাট্যজন, প্রাবন্ধিক ও সাংবাদিক প্রদীপ দেওয়ানজী উপরোক্ত মন্তব্য করেন। পরিষদের সাধারণ সম্পাদক তাপস হোড়ের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুহাম্মদ সাজেদুল হক। আলোচনায় অংশগ্রহণ করেন রোটারিয়ান মোঃ ওমর আলী ফয়সাল, প্রণব দাশ গুপ্ত।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিষদের শিক্ষক ও বাচিকশিল্পী দেবাশীষ রুদ্র। আলোচনা শেষে গানে ও কবিতায় শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পরিষদের ছাত্রছাত্রীবৃন্দ। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা করে পরিষদের ছাত্রছাত্রীরা সংগীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের শিক্ষক ও শিক্ষিকা যথাক্রমে অন্তরা দাশ, মনিসা রায়, বনানী চক্রবর্তী, শম্পা ভট্টাচার্য্য, প্রিয়ম কৃষ্ণ দে, বহ্নিশিখা মজুমদার, পলাশ চক্রবর্তী, দীপ্ত দত্ত, প্রান্ত আচার্য্য প্রমুখ।-প্রেস বিজ্ঞপ্তি