নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁওয়ে অস্ত্রসহ জুয়েল প্রকাশ ধামা জুয়েলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার জুয়েল চান্দগাঁও থানার কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনু চেয়ারম্যানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১০টায় অভিযান চালিয়ে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ধামা জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁওয়ে অস্ত্রসহ জুয়েল প্রকাশ ধামা জুয়েলকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতার জুয়েল চান্দগাঁও থানার কসাইপাড়ার জয়নাল আবেদীন জুনু চেয়ারম্যানের ছেলে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈনুর রহমান চৌধুরী বলেন, গোপন খবরের ভিত্তিতে গত মঙ্গলবার রাত ১০টায় অভিযান চালিয়ে বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ধামা জুয়েলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে চট্টগ্রামের বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।