ঢাকা : এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে আগামী ২২ ডিসেম্বর থেকে দেশের ৩২টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ বুধবার (১৫ ডিসেম্বর), সকালে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার জন্য বিদেশে চিকিৎসার দাবিতে জেলা পর্যায়ে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। আগামী ২২ ডিসেম্বর থেকে এই কর্মসূচি শুরু হবে, চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত।
প্রথম দিন ২২ ডিসেম্বর ঢাকা বিভাগে টাঙ্গাইল, খুলনা বিভাগের যশোর, রংপুর বিভাগের দিনাজপুর, রাজশাহী বিভাগের বগুড়া, সিলেট বিভাগের হবিগঞ্জ ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ হবে। ২৪ ডিসেম্বর গাজীপুর, জয়পুরহাট, জামালপুর, নোয়াখালী, ভোলা,গাইবান্ধা, ২৬ ডিসেম্বর চাঁদপুর,নরসিংদী, লালমনিরহাট,ঝিনাইদহ, পাবনা,মুন্সিগন্জ,২৮ ডিসেম্বর মানিকগঞ্জ, ফেনী,নওগাঁ,সুনামগঞ্জ, মেহেরপুর, নারায়নগঞ্জ,পটুয়াখালী, ৩০ ডিসেম্বর কক্সবাজার, কিশোরগঞ্জ, ঢাকা,ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, লক্ষীপুর,খাগড়াছড়িতে সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই কর্মসূচি সফল করতে বিএনপি মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতৃবৃন্দের সমন্বয়ে জাতীয় পর্যায়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। তাঁরা ২২ ডিসেম্বর থেকে নির্ধারিত জেলা সদরের সমাবেশে অংশগ্রহণ করবেন।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদকগণ সংশ্লিষ্ট বিভাগের জেলা টিমের সদস্য থাকবেন এবং তারা সমাবেশের সমন্বয় করবেন। এছাড়াও জাতীয়তাবাদী যুব দল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের শীর্ষ নেতৃত্বের ১ জন প্রতিনিধি টিমে অন্তর্ভুক্ত থাকবেন।
বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন- জানতে চাইলে বিএনপি মহাসচিব বলেন, ম্যাডামের শরীর আবারো একটু খারাপ হয়েছে। তার বিভিন্ন প্যারামিটারগুলো নিচের দিকে। হিমোগ্লোবিন কমের দিকে। রক্তক্ষরণ হচ্ছে কিনা প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা এখন বন্ধ আছে।
বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার, শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
সভায় মহান বিজয় দিবসে দলের কর্মসূচি বাস্তবায়ন ও জেলা সমাবেশ নিয়ে আলোচনা করা হয়।
Post Views: 225