নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার জেলা প্রশাসন এর আয়োজনে আজ বুধবার (১৫ ডিসেম্বর) সকালে মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়ন পরিষদে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
কক্সবাজার জেলা প্রশাসক এর পক্ষে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা আরাফাত সিদ্দিকী ১২ জন ক্ষতিগ্রস্ত ভূমি মালিকের হাতে মোট ২,৬৩,৬৯,৯৫২ (দুই কোটি তেষট্টি লক্ষ ঊনসত্তর হাজার নয়শত বায়ান্ন) টাকার চেক প্রদান করেন। এসময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। চেক বিতরণ শেষে গণশুনানি করা হয়।
মহান বিজয় দিবসের প্রাক্কালে সরাসরি প্রকল্প এলাকায় ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক হাতে পেয়ে ভূমি মালিকগণ সন্তোষ প্রকাশ করেন।
ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সেবাসমূহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে জেলা প্রশাসন, কক্সবাজার এর কার্যক্রম অব্যাহত থাকবে।
Post Views: 608