নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনরতার সুবর্ণজয়ন্তী বিজয়ের মাসে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় শহীদ বুদ্ধিজীবি দিবসে বিচারপ্রার্থী জনগনসহ সংশ্লিষ্ট সকলের সুবিধার্থে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর কার্যালয়, চট্টগ্রাম এর ডিজিটাল ডিসপ্লে উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. ইসমাঈল হোসেন। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম কামরুন নাহার রুমীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. আশফাকুর রহমান, চীফ মট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল হোসেন, অতি.চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম মোসাঃ ফরিদা ইয়াছমিন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ খোন্দকার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম নাজমুন নাহার, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ বেলাল হোছাইন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদা, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মো. জোনাইদ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শাহারিয়ার ইকবাল, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মোস্তাকিম তাসিন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ খাঁন, বন আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ফারজানা ইয়াছমিন, বিদ্যুৎ কোর্ট দক্ষিণের ম্যাজিস্ট্রেট বেগম আইরিন পারভিন, বিদ্যুৎ কোর্ট উত্তরের ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান মো. নোমান, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সভাপতি মো. এনামুল হক, নাজির মোহাম্মদ আবুতাহেরসহ বিভিন্ন কর্মকর্তারা।