নিজস্ব প্রতিবেদক: আমার চাচ্চুরা বাবাকে মারতে আসলে খবর পেয়ে আমি আম্মুর সাথে যাই। আমি বাবাকে জড়িয়ে ধরলে চাচ্চুরা আমাকে সিড়িতে ছুড়ে ফেলে দেয়। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মিরসরাই সদরের পার্ক ইন রেস্তোরায় এহসানুল হক নামে এক দন্ত চিকিৎসকের নিরাপত্তাহীনতায় আয়োজিত সংবাদ সন্মেলনে কান্না বিজড়িত কণ্ঠে এমন অভিযোগ আনেন ওই চিকিৎসকের শিশু কন্যা সামিয়া রওনক। এসময় ওই দন্ত চিকিৎসকের খালু মোস্তফা কামাল, স্ত্রী সামিয়া আক্তারও কান্নাবিজড়িত কণ্ঠে সকলের নিরাপত্তার দাবি জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দন্ত চিকিৎসক এহসানুল হক বলেন, গত ৩ ডিসেম্বর রাতে তাকে পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় তার ভাই রেজাউল করিম, কামরুল ও ইউসুফ। এসময় তার হাতে থাকা জায়গার কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে তাকে মারতে উঠে তারা। বৈঠকে থাকা তার খালু বাধা দেয়। খবর পেয়ে তার স্ত্রী ও শিশু কন্যা এগিয়ে এলে তাদের উপরও হামল করা হয়। এসময় তাকে প্রকাশ্যে হত্যার হুমকী দেয় তারা। এছাড়া তার ছোট ভাই নিজেকে প্রভাবশালী সাংবাদিকের পরিচয় দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।
এবিষয়ে রেজাউল করিম, কামরুল ও ইউসুফ বলেন, তারা এহসানুল হককে হত্যার হুমকী দেননি। তাদের মার্কেট নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি (এহসানুল হক) এধরণের অপ্রপ্রচার করছেন।
নিজস্ব প্রতিবেদক: আমার চাচ্চুরা বাবাকে মারতে আসলে খবর পেয়ে আমি আম্মুর সাথে যাই। আমি বাবাকে জড়িয়ে ধরলে চাচ্চুরা আমাকে সিড়িতে ছুড়ে ফেলে দেয়। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০ টায় মিরসরাই সদরের পার্ক ইন রেস্তোরায় এহসানুল হক নামে এক দন্ত চিকিৎসকের নিরাপত্তাহীনতায় আয়োজিত সংবাদ সন্মেলনে কান্না বিজড়িত কণ্ঠে এমন অভিযোগ আনেন ওই চিকিৎসকের শিশু কন্যা সামিয়া রওনক। এসময় ওই দন্ত চিকিৎসকের খালু মোস্তফা কামাল, স্ত্রী সামিয়া আক্তারও কান্নাবিজড়িত কণ্ঠে সকলের নিরাপত্তার দাবি জানান।
এছাড়া সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দন্ত চিকিৎসক এহসানুল হক বলেন, গত ৩ ডিসেম্বর রাতে তাকে পারিবারিক জায়গা সংক্রান্ত বিষয়ে বাড়িতে ডেকে নিয়ে যায় তার ভাই রেজাউল করিম, কামরুল ও ইউসুফ। এসময় তার হাতে থাকা জায়গার কাগজের ফাইল ছিনিয়ে নিয়ে তাকে মারতে উঠে তারা। বৈঠকে থাকা তার খালু বাধা দেয়। খবর পেয়ে তার স্ত্রী ও শিশু কন্যা এগিয়ে এলে তাদের উপরও হামল করা হয়। এসময় তাকে প্রকাশ্যে হত্যার হুমকী দেয় তারা। এছাড়া তার ছোট ভাই নিজেকে প্রভাবশালী সাংবাদিকের পরিচয় দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেছেন।
এবিষয়ে রেজাউল করিম, কামরুল ও ইউসুফ বলেন, তারা এহসানুল হককে হত্যার হুমকী দেননি। তাদের মার্কেট নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় তিনি (এহসানুল হক) এধরণের অপ্রপ্রচার করছেন।