নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে নৌকাভর্তি ভারতীয় শাড়িসহ ৮ জনকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভোরে নৌকাটি সাগরের দক্ষিণ থেকে উত্তরের দিকে ওঠার সময় তাদের আটক করা হয়।
কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট কমান্ডার এম হাবিবুর রহমান বলেন, আজ মঙ্গলবার ভোরে নিয়মিত টহলের সময় একটি নৌকাকে আমাদের সন্দেহ হয়। মূলত নৌকাটি বাংলাদেশি নৌকার মতো মনে হচ্ছিল না। এক পর্যায়ে ধাওয়া দিয়ে নৌকাটি আটক করা হয়। এ সময় নৌকা থেকে ভারতীয় শাড়িসহ ৮ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটককৃতদের মধ্যে ২ জন ভারতীয় নাগরিক।
Post Views: 170