নুরুল ইসলাম, লোহাগাড়া প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় যথাযথভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১১ টায় লোহাগাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা উপজেলা পরিষদ কনফারেন্স হলে আয়োজন করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান হাবিব জিতু সভাপতিত্ব করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদ রানা, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ জাকের হোসাইন মাহমুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এম. ইব্রাহিম কবির, লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দীন, শিক্ষক দেবাশীষ আচার্যা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রফিক দিদার।
আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম।
বক্তারা শহীদ বুদ্ধিজীবী দিবসে তাৎপর্য তুলে ধরে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ত্বাধীন বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। মহান স্বাধীনতার যুদ্ধের পরাজিত শক্তির নানান ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকার জন্য দেশ-বাসীর প্রতি আহ্বান জানানো হয়।