নিজস্ব প্রতিবেদক: নগরীর পতেঙ্গায় মোটর সাইকেলের ধাক্কায় চার বছর বয়সী এক শিশুর মত্যু হয়েছে। আজ সোমবার (১৩ ডিসেম্বর) রাত ৩টা দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই শিশু পতেঙ্গা সৈকতে বাবা-মায়ের সঙ্গে বেড়াতে গিয়ে এই দূর্ঘটনার শিকার হন। নিহত জান্নাত পতেঙ্গা থানার স্টিল মিল খেজুরতলা এলাকার মো. জসিমের মেয়ে।
পতেঙ্গা থানার ওসি কবির হোসেন জানান, রোববার বিকালে সৈকতের ওয়াকওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় মোটর সাইকেল চালক মেহেদী হাসানকে (২১) গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।
নিহত জান্নাতের পরিবার সূত্রে জানা যায়, রোববার বিকেলে স্ত্রী ও দুই সন্তানের সঙ্গে সমুদ্র সৈকতে বেড়াতে গেলে পেছন থেকে এসে একটি দ্রুতগামী মোটর সাইকেল মেয়েকে ধাক্কা দেয়। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। গতকাল রাতে সে মারা যায়।