নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর শুরু হয়েছে পরিচয়পত্র দেখিয়ে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে এই হাফ ভাড়া কার্যকর হয়েছে। এর আগে গত রোববার সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন।

সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ বাসচালক শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছে। তবে অর্ধেক ভাড়া না নিতে বাস চালকেরা নানান অজুহাত দেখাচ্ছে বলেও অভিযোগ আছে। খলিলুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখা মাত্র হাফ ভাড়া নেন, কার্যক্রমটা ভালোই লেগেছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ঘোষণা অনুযায়ী আজ (গতকাল) শনিবার থেকে গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন। হাফ ভাড়া মনিটরিং করার জন্য আমাদের দুটি টিম কাজ করছে। হাফ ভাড়া দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে শর্তগুলো ছিল তা সবাইকে মেনে চলতে হবে। গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে।

তিনি আরও বলেন, কোনো বাসের চালক ও হেলপার হাফ ভাড়া না নিলে তাদের বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নিকটস্থ পুলিশকে অভিযোগ দেয়। পুলিশ ব্যবস্থা নেবে অথবা বাসের নাম্বারসহ আমাদের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে।

নিজস্ব প্রতিবেদক: বন্দর নগরী চট্টগ্রামে গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া কার্যকর শুরু হয়েছে পরিচয়পত্র দেখিয়ে। আজ শনিবার (১১ ডিসেম্বর) সকাল থেকে এই হাফ ভাড়া কার্যকর হয়েছে। এর আগে গত রোববার সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ নগরীতে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ১১ ডিসেম্বর থেকে কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন।

সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ বাসচালক শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নিচ্ছে। তবে অর্ধেক ভাড়া না নিতে বাস চালকেরা নানান অজুহাত দেখাচ্ছে বলেও অভিযোগ আছে। খলিলুর রহমান নামের এক শিক্ষার্থী বলেন, শিক্ষার্থী পরিচয় দিয়ে হাফ ভাড়া দিতে চাইলে বাসের হেলপার পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখা মাত্র হাফ ভাড়া নেন, কার্যক্রমটা ভালোই লেগেছে।

চট্টগ্রাম মেট্টোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, ঘোষণা অনুযায়ী আজ (গতকাল) শনিবার থেকে গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ ভাড়া দিতে পারবেন। হাফ ভাড়া মনিটরিং করার জন্য আমাদের দুটি টিম কাজ করছে। হাফ ভাড়া দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে শর্তগুলো ছিল তা সবাইকে মেনে চলতে হবে। গণপরিবহনে ওঠার সময় শিক্ষার্থীদের অবশ্যই ছবিযুক্ত পরিচয়পত্র সাথে রাখতে হবে।

তিনি আরও বলেন, কোনো বাসের চালক ও হেলপার হাফ ভাড়া না নিলে তাদের বিরুদ্ধে যেন শিক্ষার্থীরা নিকটস্থ পুলিশকে অভিযোগ দেয়। পুলিশ ব্যবস্থা নেবে অথবা বাসের নাম্বারসহ আমাদের কাছে অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব বাসের চালক ও হেলপারের বিরুদ্ধে।