নিজস্ব প্রতিবেদক: নগরীর বাকলিয়ায় বিএসটিআই সনদ ছাড়া পণ্য উৎপাদন ও বিক্রি করায় মামা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই। আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন বিএসটিআই চট্টগ্রাম বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মো. আশিকুজ্জামান।
তিনি বলেন, নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআইয়ের মান সনদ ছাড়া পাউরুটি, বিস্কুট উৎপাদন ও বিক্রি করায় মামা ফুড প্রোডাক্টস নামের একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
Post Views: 202