নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগ আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকাল ৫টায় পরিত্যক্ত অবস্থায় আকাশমনি, গামার ও কড়ই গাছ জব্দ করেছে।
বন বিভাগের গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা রেল ষ্টেশন এর দক্ষিন দিকে রেল লাইনের পার্শ্ববর্তী জায়গায় পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু আকাশমনি, গামার ও কড়ই লগ স্তুপ আকারে দেখতে পাওয়ায় এবং কোন ধরনের বৈধ সীল বা চিহ্ন না পাওয়ায় কুমিরা রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকসুদ আলী ও সঙ্গীয় স্টাফ কতৃক জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় অফিস হেফাজতে নিয়ে আসা হয় এবং ইউ,ডি,ও,আর,বন মামলা দাখিল করেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী দি ক্রাইমকে বলেন,পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত  প্রকৃত গাছের মালিক ও অবৈধ কাঠ পাচারকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন ।

কয়লা বন বিটে অবৈধভাবে পরিবহন কালে বালিসহ মিনি পিকআপ আটক
May be an image of 3 people, people standing, tree and outdoors
পৃথক অভিযানে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী এবং করেরহাট রেঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায়  কে বি এম সাইদুর রহমান আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফ এবং বি’জি’বি, হেয়াকো ক্যাম্প এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করে
পূর্ব উদয় পাথর পূর্ব পাতাছড়ি সংরক্ষিত বন হইতে বোঝাই পূর্বক পরিবহনকালে বালুটিলা বাজার এলাকা থেকে প্রায় ১৫০ ফুট বালি বোঝাই মিনি পিকআপ নং-ফেনি-ড -১১-০৮৫৭ আটক ও বালির ভিতরে লুকায়িত অবস্থায় রাখা অবৈধ জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।।
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম উত্তর বন বিভাগ আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) বিকাল ৫টায় পরিত্যক্ত অবস্থায় আকাশমনি, গামার ও কড়ই গাছ জব্দ করেছে।
বন বিভাগের গোয়েন্দা টিম গোপন সংবাদের ভিত্তিতে কুমিরা রেল ষ্টেশন এর দক্ষিন দিকে রেল লাইনের পার্শ্ববর্তী জায়গায় পরিত্যাক্ত অবস্থায় বেশ কিছু আকাশমনি, গামার ও কড়ই লগ স্তুপ আকারে দেখতে পাওয়ায় এবং কোন ধরনের বৈধ সীল বা চিহ্ন না পাওয়ায় কুমিরা রেঞ্জ কর্মকর্তা খন্দকার মকসুদ আলী ও সঙ্গীয় স্টাফ কতৃক জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় অফিস হেফাজতে নিয়ে আসা হয় এবং ইউ,ডি,ও,আর,বন মামলা দাখিল করেন।
চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী দি ক্রাইমকে বলেন,পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত  প্রকৃত গাছের মালিক ও অবৈধ কাঠ পাচারকারীদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ প্রদান করেন ।

কয়লা বন বিটে অবৈধভাবে পরিবহন কালে বালিসহ মিনি পিকআপ আটক
May be an image of 3 people, people standing, tree and outdoors
পৃথক অভিযানে সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান করেরহাট রেঞ্জ কর্মকর্তা মোঃ জসীম উদ্দীন এলাহী এবং করেরহাট রেঞ্জ এর সার্বিক দিক নির্দেশনায়  কে বি এম সাইদুর রহমান আকন্দ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফ এবং বি’জি’বি, হেয়াকো ক্যাম্প এর সহযোগীতায় এ অভিযান পরিচালনা করে
পূর্ব উদয় পাথর পূর্ব পাতাছড়ি সংরক্ষিত বন হইতে বোঝাই পূর্বক পরিবহনকালে বালুটিলা বাজার এলাকা থেকে প্রায় ১৫০ ফুট বালি বোঝাই মিনি পিকআপ নং-ফেনি-ড -১১-০৮৫৭ আটক ও বালির ভিতরে লুকায়িত অবস্থায় রাখা অবৈধ জব্দ করা হয়। আটকৃতদের বিরুদ্ধে বন মামলা দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে ।।