অলিয়ে কামেল শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালেক শাহ্ (রহ.) এর ১৫তম বার্ষিক ওরশ শরিফ এবং তাঁরই প্রতিষ্ঠিত গাউসিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ্ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১৪তম সালানা জলসা (বার্ষিক সভা) আগামীকাল ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মঞ্জিলে বাগে হোসাইনস্থ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। আনজুমানে গোলামানে মোস্তফা (দ.) বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে শেফা, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম, জিকিরে নাতে মোস্তফা (দ.), হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, গবেষকসহ বরেণ্য ব্যক্তিরা অতিথি ও আলোচক হিসেবে থাকবেন। ওরশ ও সালানা জলসায় সকলকে অংশগ্রহণ করার জন্য পীরজাদা মাওলানা মুহাম্মদ মুজিবুল হক অনুরোধ জানিয়েছেন।
সর্বশেষ সংবাদ
অলিয়ে কামেল শায়খুল হাদিস আল্লামা মুফতি আব্দুল মালেক শাহ্ (রহ.) এর ১৫তম বার্ষিক ওরশ শরিফ এবং তাঁরই প্রতিষ্ঠিত গাউসিয়া হোসাইনিয়া আল্লামা আব্দুল মালেক শাহ্ (রহ.) সুন্নিয়া মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার ১৪তম সালানা জলসা (বার্ষিক সভা) আগামীকাল ১১ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় মঞ্জিলে বাগে হোসাইনস্থ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে। আনজুমানে গোলামানে মোস্তফা (দ.) বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় এ উপলক্ষে গৃহীত কর্মসূচিতে রয়েছে খতমে কুরআন, খতমে গাউসিয়া, খতমে শেফা, খতমে খাজেগানসহ বিভিন্ন খতম, জিকিরে নাতে মোস্তফা (দ.), হুজুর কেবলার (রহ.) জীবনী আলোচনা, মিলাদ মাহফিল ও আখেরি মুনাজাত। এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ইসলামী চিন্তাবিদ, গবেষকসহ বরেণ্য ব্যক্তিরা অতিথি ও আলোচক হিসেবে থাকবেন। ওরশ ও সালানা জলসায় সকলকে অংশগ্রহণ করার জন্য পীরজাদা মাওলানা মুহাম্মদ মুজিবুল হক অনুরোধ জানিয়েছেন।