প্রেস বিজ্ঞপ্তি: বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত পুলিশ সদস্যসহ ৩ জন নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার মোঃ শহিদুল আলম (৪৮) কে আটক করেছে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ঘাতক ড্রাইভারকে আটক করেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানাধীন খুলশী রেল গেইট এলাকায় বেপরোয়া ও দ্রুত গতি সম্পন্ন বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম, সিএনজি যাত্রী এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন (১৯) এবং সিএনজি যাত্রী ইঞ্জিনিয়ার সৈয়দ বাহাউদ্দিন সোহান (৩১) নিহত হয়। এছাড়াও মোঃ শহিদুল আলম (৩৪) এবং মোঃ জমরুত হোসেন (৪৮) সহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উক্ত ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-০৪/১২/২০২১ইং ধারা-২৭৯/৩০৪(খ)/৩৩৮(ক)/৪২৭ পেনাল কোড।
পরবর্তীতে ঘটনাটি ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের পর হতে পুলিশের পাশাপাশি র‌্যাব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ড্রাইভারকে মীরসরাই থানাধীন শায়েরখালি বেরিবাঁধ সমুদ্র উপকুল থেকে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোল্লিখিত ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।

প্রেস বিজ্ঞপ্তি: বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত পুলিশ সদস্যসহ ৩ জন নিহতের ঘটনায় ঘাতক ড্রাইভার মোঃ শহিদুল আলম (৪৮) কে আটক করেছে র‌্যাব-৭। আজ বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) ঘাতক ড্রাইভারকে আটক করেছে।
চট্টগ্রাম রেলওয়ে থানাধীন খুলশী রেল গেইট এলাকায় বেপরোয়া ও দ্রুত গতি সম্পন্ন বাসের ধাক্কায় সিএনজি ও ডেমো ট্রেনের সংঘর্ষে কর্তব্যরত ট্রাফিক কনস্টেবল মোঃ মনিরুল ইসলাম, সিএনজি যাত্রী এইচএসসি পরীক্ষার্থী সাতরাজ উদ্দিন শাহীন (১৯) এবং সিএনজি যাত্রী ইঞ্জিনিয়ার সৈয়দ বাহাউদ্দিন সোহান (৩১) নিহত হয়। এছাড়াও মোঃ শহিদুল আলম (৩৪) এবং মোঃ জমরুত হোসেন (৪৮) সহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। উক্ত ঘটনায় এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে চট্টগ্রাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-০১, তারিখ-০৪/১২/২০২১ইং ধারা-২৭৯/৩০৪(খ)/৩৩৮(ক)/৪২৭ পেনাল কোড।
পরবর্তীতে ঘটনাটি ইলেকট্রনিক মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয় এবং এইচএসসি পরীক্ষার্থী নিহত হওয়ায় স্কুল ও কলেজ শিক্ষার্থীরা রাস্তায় আন্দোলন করে। এরই ধারাবাহিকতায় মামলা দায়েরের পর হতে পুলিশের পাশাপাশি র‌্যাব ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে ঘাতক ড্রাইভারকে মীরসরাই থানাধীন শায়েরখালি বেরিবাঁধ সমুদ্র উপকুল থেকে আটক করে।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোল্লিখিত ঘটনার সত্যতা স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।।